Linexis IT Institute – শিক্ষার্থীদের নীতিমালা
Linexis IT Institute শিক্ষার্থীদের উন্নতি, নিরাপত্তা এবং সুষ্ঠু শিক্ষার স্বার্থে নিচের নীতিমালা প্রণয়ন করা হলো। ইনস্টিটিউটে ভর্তি হওয়া মানেই আপনি এই নীতিমালা বিস্তারিতভাবে পড়ে, বুঝে এবং মেনে চলতে সম্মত হয়েছেন।
সেকশন ১ : কোর্স অংশগ্রহণ নীতিমালা
ক. Linexis IT-এর শিক্ষার্থী হওয়ার পর যেকোন সমস্যা, জিজ্ঞাসা অথবা সাপোর্টের জন্য শুধুমাত্র অফিসিয়াল হেল্পলাইন, ফেসবুক পেজ ইনবক্স অথবা WhatsApp-এ যোগাযোগ করতে হবে।
শিক্ষক/ট্রেইনার/অ্যাডমিনের ব্যক্তিগত আইডি বা নম্বরে বার্তা পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।
খ. ক্লাস কবে শুরু, ক্লাস রেকর্ডিং, ব্যাচ সম্পর্কিত তথ্য জানতে কেবল অফিসিয়াল ফেসবুক গ্রুপে মেসেজ করতে হবে। একই মেসেজ অযথা বারবার পাঠানো যাবে না।
গ. Linexis-এর বাইরে ব্যাচ বা কোর্স সম্পর্কিত কোনো গ্রুপ তৈরি করা যাবে না। Linexis-এর লিঙ্ক, ভিডিও, ডেটা বা মিটিং আইডি কোনোভাবে শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
ঘ. কোনো শিক্ষার্থী যদি পূর্ব জানানো ছাড়াই পরপর ৭টি ক্লাস অনুপস্থিত থাকে, তার স্টুডেন্টশিপ বাতিল বলে গণ্য হবে।
ঙ. প্রতিটি ক্লাসের রেকর্ডিং সর্বোচ্চ ১০ দিন থাকবে। এই সময়ের মধ্যে ডাউনলোড করে রাখতে হবে।
চ. অনলাইন লাইভ কোর্সে এক বছর এবং ভিডিও কোর্সে ছয় মাস পর্যন্ত ২৪/৭ সাপোর্ট প্রদান করা হয়। অফলাইন শিক্ষার্থীরা লাইফটাইম সাপোর্ট পাবেন। (ডাউনলোড লিংক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।)
সেকশন ২ : তথ্য সংরক্ষণ ও ডেটা নিরাপত্তা
ক. ব্যাচ গ্রুপে শুধু কোর্স–সংশ্লিষ্ট পোস্ট করা যাবে। অন্য কোনো পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ।
খ. ব্যক্তিগত প্রচারণা, লিংক শেয়ার, গ্রুপ ইনভাইট, “Add me” টাইপ মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ।
গ. ভাইরাস বা ক্ষতিকর ফাইল পোস্ট করা হলে শিক্ষার্থীকে জরিমানা, সাময়িক বহিষ্কার বা স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
ঘ. ব্যাচের মিটিং আইডি বা ক্লাস লিঙ্ক অন্য কোথাও শেয়ার করলে স্টুডেন্টশিপ বাতিল হবে।
ঙ. নিজের Linexis অ্যাকাউন্টের আইডি–পাসওয়ার্ড গোপন রাখতে হবে। কাউকে শেয়ার করা যাবে না।
চ. ছাত্রত্ব বাতিল হলে ভর্তি/রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য নয়।
সেকশন ৩ : শিডিউল, ফি, রিফান্ড, অন-হোল্ড ও ক্যানসেলেশন পলিসি
ক. ক্লাস শিডিউল:
প্রতিটি ব্যাচের নির্ধারিত সময় ইনস্টিটিউট কর্তৃপক্ষ ঠিক করবে। প্রয়োজনে ব্যাচ শুরুর তারিখ সর্বোচ্চ ৪ সপ্তাহ পর্যন্ত পিছাতে পারে।
৪ সপ্তাহের বেশি দেরি হলে শিক্ষার্থীরা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
খ. কোর্স পরিবর্তন:
ক্লাস শুরুর ৭ দিন আগে পর্যন্ত কোর্স পরিবর্তন করা যাবে।
ব্যাচ শুরু হলে কোর্স/সিট ট্রান্সফার অনুমোদনযোগ্য নয়।
গ. রিফান্ড পলিসি:
– ব্যাচ শুরুর ৭ দিন আগে রিফান্ডের আবেদন করতে হবে।
– লাইভ কোর্সে ৪০% কর্তন করে রিফান্ড দেওয়া হবে।
– অফলাইন কোর্সে ২০% কর্তন করা হবে।
– ব্যাচ শুরু হলে রিফান্ড গ্রহণযোগ্য নয়।
– রিফান্ড পেতে সর্বোচ্চ ১০–১৫ কর্মদিবস লাগবে।
ঘ. পেমেন্ট না দিলে:
অফলাইন কোর্সে নির্ধারিত ইনস্টলমেন্ট পরিশোধে ব্যর্থ হলে সাময়িক বহিষ্কার করা হবে।
ঙ. ভিডিও কোর্স/ডাউনলোড লিংক:
অর্ডার কমপ্লিট হওয়ার পর ভিডিও কোর্স বা ডাউনলোড লিংক অফেরতযোগ্য।
চ. কোর্স অন-হোল্ড:
ভর্তি হওয়ার পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কোর্স হোল্ড রাখা যাবে (শর্ত প্রযোজ্য)।
ছ. ব্যাক কোর্স সুবিধা (অফলাইন):
শিক্ষার্থী কোর্সে পিছিয়ে পড়লে পরবর্তী ব্যাচে পুনরায় অংশ নিতে পারবে।
(১০% ক্লাস ফ্রি, এরপর ক্লাস শতাংশ অনুযায়ী ফি প্রযোজ্য)
জ. কোর্স ফি কমানো/ডিসকাউন্ট সংক্রান্ত অনুরোধ:
ভর্তি হওয়ার পর ফি কমানো বা নতুন অফার প্রযোজ্য নয়।
সেকশন ৪ : শালীনতা ও আচরণবিধি
ক. ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে নেতিবাচক বা অপমানজনক মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ।
খ. রাজনৈতিক আলোচনা করা যাবে না।
গ. প্রত্যেক শিক্ষার্থীকে সম্মান ও সৌজন্য বজায় রেখে আচরণ করতে হবে।
ঘ. কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত বার্তা পাঠানো বা বন্ধুত্বের অনুরোধ পাঠানো নিষিদ্ধ।
ঙ. ক্লাসে অন্য শিক্ষার্থীকে কটূক্তি করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সেকশন ৫ : অফলাইন কোর্স নীতিমালা
ক. ক্লাসে প্রবেশের সময় আইডি কার্ড আবশ্যক।
খ. ক্লাস শুরুর ২০ মিনিট আগে উপস্থিত হয়ে আগের ক্লাসের রিভিউ করতে হবে।
গ. ক্লাসরুমে রাজনৈতিক আলোচনা, অশালীন মন্তব্য বা হয়রানি কঠোরভাবে নিষিদ্ধ।
ঘ. শুধুমাত্র কোর্স–সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।
ঙ. নিজের অ্যাকাউন্ট লগিন করলে ক্লাস শেষে অবশ্যই লগআউট করতে হবে।
চ. কম্পিউটার/সফটওয়্যার পরিবর্তন বা ইনস্টল সম্পূর্ণ নিষিদ্ধ — প্রয়োজনে এডমিনকে জানাতে হবে।
ছ. যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করলে জরিমানা প্রযোজ্য হবে।
জ. পেনড্রাইভ/এক্সটার্নাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
সেকশন ৬ : শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্কিত নীতিমালা
ক. শিক্ষক/ট্রেইনার ব্যক্তিগত ব্র্যান্ডিং বা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রচারণা করতে পারবেন না।
খ. রিভিউ/প্রমোশন নেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারবেন না।
গ. ক্লাসে সকল শিক্ষার্থী সমান — প্রবল পক্ষপাতিত্ব নিষিদ্ধ।
ঘ. শিক্ষার্থী যেকোন প্রশ্ন করতে পারবেন, শিক্ষক বিরক্তি প্রকাশ করতে পারবেন না।
ঙ. কোনো শিক্ষক বা শিক্ষার্থীর বিরুদ্ধে অনুমানভিত্তিক মানহানিকর পোস্ট দেওয়া যাবে না।
চ. শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা/উপহার দাবি করতে পারবেন না।
সেকশন ৭ : ক্লাস চলাকালীন ও এসাইনমেন্ট নীতিমালা
ক. ক্লাস শুরুর ১০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
খ. অনুপস্থিত থাকতে হলে অন্তত ২ ঘণ্টা আগে জানাতে হবে।
গ. ক্লাসের সময় মাইক্রোফোন মিউট রাখতে হবে।
ঘ. ক্লাসের ফাইল/রেকর্ডিং ১২ কর্মঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
ঙ. এসাইনমেন্ট জমা নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে।
চ. অন্যের ফাইল কপি করলে শাস্তিযোগ্য।
সেকশন ৮ : ফেসবুক গ্রুপ নীতিমালা
ক. প্রতিটি কোর্সের আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, যেখানে কেবল Linexis শিক্ষার্থীরা যুক্ত হতে পারবেন।
খ. গ্রুপে যোগ দিতে ইউজারনেম, ব্যাচ ও অর্ডার নম্বর দিতে হবে।
গ. কোর্স ভিডিও, মিটিং আইডি, লিংক শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সেকশন ৯ : ভিডিও কোর্স নীতিমালা
ক. ভিডিও কোর্স কেবল Linexis ওয়েবসাইট থেকে দেখা যাবে।
ডাউনলোড, রিশেয়ার বা স্ক্রিন রেকর্ড করা সম্পূর্ণ নিষিদ্ধ।
নীতিমালা পরিবর্তন
Linexis IT Institute প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় নীতিমালা সংশোধন/পরিমার্জন করতে পারবে এবং সকল শিক্ষার্থীকে তা মেনে চলতে হবে।